দু এক মাসের মধ্যে আপনার ফল পাবেন। আপনার খাদ্য তালিকাই এগুলো যোগ করেই দেখুন।

 দু এক মাসের মধ্যে আপনার ফল পাবেন। আপনার খাদ্য তালিকাই এগুলো যোগ করেই দেখুন।




হাভার্ড ও ইয়েস ভার্সিটির পুষ্টিবিদ ড. জেইসন কালটন গবেষণায় দেখছেন কিছু খাদ্য সত্যিই আপনার চুলের বর্ধনকে দ্রুততর করে।

* শ্যামল ফিসে প্রচুর পরিমাণ ভিটামিন ‘ডি’ প্রোটিন ওমেগা-৩ ফ্যাস্টিএ্যাসিড থাকে যা আপনার চুলের বর্ধনকে বাড়িয়ে দেয় অন্যান্য সামুদ্রিক মাছ সার্ডেনিয়া টুনাতেও প্রচুর ওমেগা-৩ ও আয়রণ থাকে।

* হলুদ ক্যাপসিকাপে কমলার চেয়েও সাড়ে সাড়ে পাঁচ গুণ বেশি ভিটামিন ‘সি’ থাকে (৩৪১ মিলিগ্রাম বিপরীতে কমলাতে ৬৩ মি.গ্রাম) ভিটামিন সি আপনার চুলের গঠনকে মজবুত করে, চুলের আগাকে ভাঙতে দেয় না।




* ওয়েস্টার : এতে প্রচুর জিংক থাকে। জিংক ঘাটতি হলে চুল পড়ে যায়। তবে গালফের অয়েবস্টারই সবচেয়ে জিংক সমৃদ্ধ।

* ডিম : ডিমই সবচেয়ে উৎকৃষ্ট উৎস ওমেগ-৩ ও বায়োটিনের। ডিমের কুসুমে কিন্তু এই ওমেগা-৩ ও বায়োটিন থাকে। সুতরাং ডিমের কুসুম আপনার চুলকে বর্ধিত করে।

* সূর্যমুখির বীজ প্রচুর ভিটামিন ই সমৃদ্ধ ভিটামিন ই আপনার মাথার রক্ত সঞ্চালন বাড়িয়ে দে।

* মিষ্টি আলু : মিষ্টি আলুতে প্রচুর ভিটামিন ‘এ’ থাকে। ভিটামিন ‘এ’ আপনার মাথার চুলকে ঘন করে।

* অ্যাভোকাডোস : এতে প্রচুর ওমেগা-৩ থাকে। অ্যাভোকাডোস সারাজীবন পরীক্ষিত সৌন্দর্য্যরে গোপন তথ্য।



এ্যাভোকাডোস এমনকি মাথায় থাকলেও আপনার কোলাজেন ও ইলাস্টেনকে বাড়িয়ে দেয়। ল্যাকাস্টক এ্যাসিড সমৃদ্ধ কোন টক ক্রিমে অ্যাভোকাডোস মিশিয়ে মাথায় দিন। আপনার চুল হবে অনন্য সৌন্দর্যের।

* কাঠবাদাম : প্রচুর বায়োটিক থাকে। বাযোটিক আপনার চুলকে ঘন ও কালো করে।

দু এক মাসের মধ্যে আপনার ফল পাবেন। আপনার খাদ্য তালিকাই এগুলো যোগ করেই দেখুন।

দু এক মাসের মধ্যে আপনার ফল পাবেন। আপনার খাদ্য তালিকাই এগুলো যোগ করেই দেখুন।


                                                                      আরো জানতে




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শিখে_নিন_গুগোলের_কিছু_অসাম_সারচিং_টিপস

The Importance of Digital marketing

one-sided love successful