SSL Certificate কি এবং কেন প্রয়োজন?
SSL Certificate কি ? SSL (Secure Sockets Layer) হচ্ছে একটি সিকিউর লেয়ার যা , সাইটের ব্যবহারকারীর তথ্যসহ ঐ সাইটের বিভিন্ন লিংক encrypt ( এনক্রিপ্ট ) করে রাখে । SSL Certificate ব্যবহার করার দ্বারা ভিজিটরের ইনফরমেশন , লগইন নেম , পাসওর্য়াড , পিন কোড , ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর নিরাপদ থাকে । যার ফলে হ্যাকারা এসব তথ্য বের করতে পারে না । এ জন্য এই সব সাইটে কেনা - কাটা করা নিরাপদ । কিভাবে বুঝবেন সাইটে SSL আছে কি না ? সেসব সাইটে SSL Certificate আছে যেসব সাইটের এড্রেস বা ইউআরএল (URL) এর শুরুতে https:// থাকবে ।। আর যে সব সাইটে ইউআরএল (URL) এর শুরুতে http:// দেখবেন সে সব সাইটে SSL Certificate দেয়া নাই । এমন সাইটে কেনা - কাটা করা নিরাপদ নয় । SSL Certificate এর একটি SSL এর প্রয়োজন ? ক্রেতা অনলাইনে প্রোডাক্ট কে...