পোস্টগুলি

জানুয়ারী, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

SSL Certificate কি এবং কেন প্রয়োজন?

ছবি
SSL ‍Certificate কি ? SSL (Secure Sockets Layer) হচ্ছে একটি সিকিউর লেয়ার যা , সাইটের ব্যবহারকারীর তথ্যসহ ঐ সাইটের বিভিন্ন লিংক encrypt ( এনক্রিপ্ট ) করে রাখে । SSL Certificate ব্যবহার করার দ্বারা ভিজিটরের ইনফরমেশন , লগইন নেম , পাসওর্য়াড , পিন কোড , ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর নিরাপদ থাকে । যার ফলে হ্যাকারা এসব তথ্য বের করতে পারে না । ‍ এ জন্য এই সব সাইটে কেনা - কাটা করা নিরাপদ ।                                                     কিভাবে বুঝবেন সাইটে SSL আছে কি না ? সেসব সাইটে ‍SSL Certificate আছে যেসব সাইটের এড্রেস বা ইউআরএল (URL) এর শুরুতে https:// থাকবে ।। আর যে সব সাইটে ইউআরএল (URL) এর শুরুতে http:// দেখবেন সে সব সাইটে SSL Certificate দেয়া নাই । এমন সাইটে কেনা - কাটা করা নিরাপদ নয় । SSL Certificate এর একটি SSL এর প্রয়োজন ? ক্রেতা অনলাইনে প্রোডাক্ট কে...

বিনামূল্যে পেওনার মাস্টার ডেবিড কার্ড সাথে ২৫ ডলার বোনাস

ছবি
পেওনার মাস্টার ডেবিড কার্ড কি ? পেওনার হচ্ছে ইন্টারনেট বেস্ড ফাইনানসিয়াল সার্ভিস যা যুক্তরাষ্ট্রে অবস্থিত । পেওনার বিনামূল্যে   ভার্চুয়াল প্রিপেইড মাস্টার কার্ড   দিয়ে থাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে অর্থ উত্তলন এবং লেনদেনের জন্য ।   বাংলাদেশ সহ বিশ্বের ২১০টিও বেশী দেশে এই ভার্চুয়াল মাস্টার কার্ডটি ব্যবহৃত হচ্ছে । বর্তমানে একটি অফারের আওতায় রেফারেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলের উভয়কে ২৫ ডলার করে দিয়ে থাকে পেওনার ।                                                                       ২৫ ডলার পাবার শর্ত : ফ্রিতে ২৫ ডলার পেতে হলে অবশ্যয় যেকোন রেফারেল থেকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কার্ডে নূন্যতম ১০০ ডলার লোড করতে হবে। ১০০ ডলার লোড করার পরে উভয়ই ২৫ ডলার করে পাবে ।       ...