ফেসবুক প্রোফাইল কে ভিজিট করল তা কি জানা যায়?
আপনি হয়তো অনেকবারই মনে মনে চিন্তা করেছেন, “আমার এক্স কি মাঝে মাঝে আমার ফেসবুক প্রোফাইল ভিজিট করে? ইশ, যদি দেখতে পারতাম!” কিংবা আপনি যে লোকজনের ফেসবুক প্রোফাইল ভিজিট করছেন তা কি তারা জানতে পারে? লিংকডইনে আপনি হয়ত খেয়াল করেছেন, কেউ আপনার লিংকডইন প্রোফাইল ভিজিট করলে আপনি নোটিফিকেশন পান। এরকম নোটিফিকেশন কি ফেসবুকের ক্ষেত্রেও পেতে ইচ্ছে হয় আপনার? সেটা সম্ভব কিনা তা নিয়ে প্রায়ই ভাবেন? তাহলে অত্যন্ত দুঃখের সাথেই আপনাকে জানাতে হচ্ছে যে এই জিনিসটা জানা আপনার-আমার কারো পক্ষেই সম্ভব নয়। কারণ? কারণ ফেসবুক নিজেই। ফেসবুক প্রতিদিন আমাদের প্রোফাইল সম্পর্কে হাজার হাজার ডেটা কালেক্ট করছে। এর মাঝে কিছু জিনিস ফেসবুক শুধু আপনাকেই দেখাচ্ছে, কিছু পাবলিকলি দেখাচ্ছে, কিছু জিনিস আপনার বন্ধুবান্ধবদেরকেও দেখাচ্ছে, আবার এমন কিছু জিনিস আছে যেগুলো ফেসবুক কারো জন্যই উন্মুক্ত করে না। তেমনি আপনার ফেসবুক প্রোফাইল কে কে ভিজিট করছে তা ফেসবুক নিজে জানলেও আপনাকে জানাচ্ছে না। এ ব্যাপারে ফেসবুক তেমন কোনো ব্যাখ্যা প্রদান না করলেও তাদের হেল্প পেইজ খুঁজে নিম্নোক্ত বক্তব্য পাওয়া গেছে– “ফেসবুক কাউকে আপনার ...