শিখে_নিন_গুগোলের_কিছু_অসাম_সারচিং_টিপস
শিখে _ নিন _ গুগোলের _ কিছু _ অসাম _ সারচিং _ টিপস এতদিনে এটা অন্তত আমরা জেনেছি , লাইফে ভালো কিছু করতে হলেস শিখতে হবে। আর শিখতে হলে নিজের হাত পা ছড়িয়ে শেখার চেষ্টা টা করা ছাড়া খুব একটা গতি নেই , কারণ কেউ এটা মুখে তুলে দিয়ে যাবে না। আর মুশকিল হল এই শিক্ষার উপকরণ গুলি সব আবার এক জায়গাতেউ নেই। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান জায়গায়। আবার এদের মধ্যে কিছু আছে ভিডিও , কিছু অডিও , কিছু আর্টিকেল , কিছু বাংলা , কিছু ইংলিশ। তাই নিজের দরকারি জিনিস টা খুঁজে পেতে গুগোল মামার যেন কোন বিকল্প নেই। তবে আমরা হয়তো সার্চ করছি গদবাধা নিওম করে। আর তাই চোখ এড়িয়ে যাচ্ছে অনেক কিছু কিংবা দরকারের থেকে অনেক বেশি সময় নিয়ে ফেলছে এই সার্চ অভিযান যেটা কিনা হতে পারতো আরও অনেক কম সময়ে। চাইলেই কিন্তু বাঁচান যায় এই প্রয়োজনীয় সময় গুলি কিছু সাধারণ কিন্তু ইফেক্টিভ ট্রিক্স এপ্লাই করে গুগোল এ সার্চ করার সময়। তো আসুন , জেনে নেই সিম্পিল কিছু উপায় গুগলে নিজের কাঙ্কিত জিনিস খুঁজে পাওয়ার। ...